ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ নিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হলো।
চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাজার থেকে গতকাল বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. মনজুর আলম ইমন (৩৫)। তিনি ওই এলাকার আল মক্কা মোবাইল শপের মালিক বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার মনজুর ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকার করম আলী সওদাগর বাড়ির ফজল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গ্রেফতার মনজুরকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ এপ্রিল নগরীর রিয়াজ উদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেনে অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই পরিবহন চক্রের তিন সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ১১৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. সাজ্জাদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ২০টি চোরাই মোবাইল মনজুর আলম ইমনের কাছে বিক্রির তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে মনজুরকে গ্রেফতার করা হয়।
প্রতিটি মোবাইল ফোনের জন্য আলাদা আইএমইআই নম্বর থাকে। সুনির্দিষ্ট এ নম্বর দিয়ে মোবাইল নেটওয়ার্কে কোনো একটি সুনির্দিষ্ট মোবাইলের অবস্থান চিহ্নিত করা যায়। চুরি করা বা ব্যবহৃত মোবাইল কিনে আইএমইআই নম্বর পরিবর্তন করে দেশের কিছু অপরাধ চক্র সেগুলো বাজারে বিক্রি করছে।
ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম