ডেস্ক রিপোর্ট :
যশোরে চলছে বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর দ্বিপাক্ষিক যৌথ মহড়া ‘সম্প্রীতি’। গত রোববার (৫ জুন) শুরু হওয়া এ মহড়া চলবে ১৬ জুন পর্যন্ত।
এই মহড়ার কেন্দ্রবিন্দু হলো সন্ত্রাসবাদবিরোধী, বিচ্ছিন্নতাবিরোধী কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রম, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম। বাংলাদেশ ও ভারতে পর্যায়ক্রমে এই মহড়ার আয়োজন করা হয়ে থাকে।
এবারের মহড়া ‘সম্প্রীতি’র দশম সংস্করণ। এতে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সৈন্যের একটি কনটিনজেন্ট গত ৪ জুন যশোর পৌঁছায়। এই মহড়া চলাকালে দুই দেশের সেনাবাহিনী যৌথভাবে শহর ও গ্রামাঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা পদ্ধতি প্রদর্শন করবে।
পাশাপাশি এই প্রদর্শনীতে উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং এলাকা অনুযায়ী দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই যৌথ সামরিক অনুশীলন অত্র অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য উভয় বাহিনীকে নিজেদের সর্বোত্তম অনুশীলনের অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে ভাগ করার সুযোগ করে দেবে।
এইচএ/বিএ/এএসএম