ডেস্ক রিপোর্ট :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সেবা সপ্তাহ চলছে। গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এর কার্যক্রম চলবে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযােগ ও প্রটোকল) সাইফুল ইসলাম বেঙ্গল প্রেস’কেকে জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মূল ভবন এবং সংশ্লিষ্ট জোনাল অফিসে এই সেবা সপ্তাহ চলছে।
সেবা স্বল্প সময়ের মধ্যে তাৎক্ষণিকভাবে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভবনের নকশা অনুমােদন, ভবনের ব্যবহার সনদ প্রদান, ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদান, প্লট-ফ্ল্যাটের নামজারি ও লিজ দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি সেবা সপ্তাহের চতুর্থ দিন আজ বুধবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত তাৎক্ষণিকভাবে ভবনের নকশা অনুমােদন সংক্রান্ত ১৩৩টি, ভূমি ব্যবহার ছাড়পত্র সংক্রান্ত ২৮টি এবং প্লট বা ফ্ল্যাটের হস্তান্তর, আম-মােক্তার প্রদান বা গ্রহণ, নামজারি ও লিজ দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত ১৬৫টি সেবা প্রদান করা হয়েছে।
এমএমএ/এসএইচএস/জিকেএস