ডেস্ক রিপোর্ট :
রাজধানীর শাহজাহানপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতার ইয়াবা কারবারির নাম মো. বাবু।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে এ তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফসার উদ্দিন খাঁন।
তিনি বলেন, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য শাহজাহানপুর থানার বারাকাহ জেনারেল হাসপাতালের সামনে অবস্থান করছে বলে তথ্য পাই আমরা। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ বাবুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবু সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বাবুর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
এমআইএস/এমপি/এমএস