নিজস্ব প্রতিনিধি
মহামারী করোনা কালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের সাথে নিবেদিত সংগঠন ও স্বেচ্ছাসিবদের সম্মাননা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন নন্দন ফাউন্ডেশন।
সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে ১৫টি সংগঠন ও ২১ জন সংগঠককে এ সম্মাননা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও থিম সং পরিবেশিত হয়।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা ও সরকারী কলেজ প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলন সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভঁূইয়া, সরকারী কলেজ সহকারী অধ্যাপক মাহবুব এলাহী সানি, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক আশেকুর রহমান, সাংস্কৃতি ব্যক্তিত্ব জাকির হোসেন আজাদ ভঁূইয়া, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, দূণর্ীতি দমন কমিটি জেলা সভাপতি এম ছাবির আহম্মদ, নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ।
করোনাকালীন সময়ে এসব স্বেচ্ছাসেবি সংগঠন ও ব্যক্তিরা জবীনের ঝুঁকি নিয়ে লাশ দাফন ও সৎকার করেছে।