ডেস্ক রিপোর্ট :
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে দগ্ধ হয়ে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় অর্থে সুচিকিৎসার দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন। এসময় অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, যেসব লঞ্চ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখেনি এবং রিকন্ডিশন মেশিনে নির্মিত সেইসব লঞ্চের রুট পারমিট বাতিলের দাবিও জানানো হয়।
রোববার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, নৌদুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে যেন সুচিকিৎসা নিশ্চিত করা হয়।
ঘটনার বিস্তারিত জনগণকে জানানোর দাবি জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় নৌমন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছে তাদের তদন্ত প্রতিবেদন যেন প্রকাশ করা হয়। এর ফলে কোন কোন বিষয় ঘটনার সঙ্গে জড়িত ছিল তা জনগণ জানতে পারবে।
মোমিন মেহেদী আরও বলেন, আমি মনে করি অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতি থেকে এ ঘটনা ঘটেছে। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দেশের যত নৌপরিবহন আছে প্রতিটিতে যেন অগ্নিনির্বাপণে যথাযথ ব্যবস্থা রাখা হয়। এবং এটা তদারকির জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন কাজ করেন।
মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন। সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।
আরএসএম/কেএসআর/জিকেএস