বিনোদন ডেস্ক :
আগামীকাল ৬ জানুয়ারি চ্যানেল ২৪-এর স্টুডিও ২৪ লাইভে হাজির হচ্ছেন সুফি-ফোক গায়িকা সায়েরা রেজা। এদিন রাত ১১টায় গান গাইবেন তিনি।
বছরের প্রথম দিন চ্যানেল আই-তে তারকাকথন, ঐক্য সি এম এস এম ই আওয়ার ও বিটিভিতে গান আলাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন সায়েরা। আগামী ৮ জানুয়ারি গাইবেন এশিয়ান টিভিতে।
যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর টিভি, রেডিওর পাশাপাশি লাইভ কনসার্টগুলোতে দারুণ ব্যস্ত রয়েছেন তিনি। সায়েরা রেজার বছর শুরু হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেবের সাথে রাজশাহীতে বড় একটি কনসার্টে পারফর্মের মাধ্যমে।
এছাড়া ৩ জানুয়ারি অংশ নেন জামালপুরের মাদারগঞ্জে। দুটি লাইভ কনসার্টে দর্শকদের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করে তোলে।
সায়েরা রেজা বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যে আমাকে এভাবে চেনেন ,বিষয়টি ভেবে সত্যি অবাক হয়েছি আমি।’
এলএ/জেআইএম