ডেস্ক রিপোর্ট :
টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত পথশিশুদের নতুন পোশাক উপহার দিয়েছে শিক্ষার্থীরা। ঈদের আনন্দ পথশিশুদের মধ্যে ভাগাভাগি করে নিতেই তাদের এই উদ্যোগ।
স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের এই উদ্যোগে ঈদে হাসি ফুটছে শত-শত ছিন্নমূল শিশুদের মুখে। দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিমাসে একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আসন্ন ঈদ উপলক্ষে দেশজুড়ে বিভিন্নস্থানে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিতে সুবিধাবঞ্চিত পথ শিশুদের হাতে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়। এ সময় লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আশিক রহমান, কেন্দ্রীয় সদস্য সোহরাব উদ্দিন সজীব, ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাধারণ সম্পাদক তুষার আহমেদ ইমন প্রমুখ।
সংগঠনটির সদস্যরা জানান, তাদের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। আগামী ছয় দিনে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হবে।
লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, তারা গত ১১ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোশাক উপহার দিয়ে আসছেন।
টিটি/কেএসআর