ডেস্ক রিপোর্ট :
ঈদুল ফিতরের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস-আদালত। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে ঈদের পর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এদিকে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুব কম। সচিবালয়ে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, সচিবালয়ে আজ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ৫০ শতাংশের মতো।
গত মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল থেকে শুরু হয় ঈদের ছুটি। টানা ছয়দিনের ছুটি শেষে হয় বুধবার (৪ মে)।
আইএইচআর/এএএইচ/এএসএম