ডেস্ক রিপোর্ট :
সরকারি খরচে প্রত্যেকে ৩ জন করে হজে পাঠাতে চান সংসদীয় কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (১২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানি সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
তবে এমপিদের সুপারিশের জবাবে মন্ত্রণালয় বলেছে, এ বছর আগের তুলনায় কম মানুষ হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাই রাষ্ট্রীয় খরচে হজযাত্রী নেওয়ার সুযোগও কম। প্রত্যেক সদস্যকে দুজন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া যেতে পারে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে।
এর আগে ২০১৯ সালে সংসদীয় কমিটির প্রত্যেক সদস্যের সুপারিশে পাঁচজন করে সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যাওয়ার সুযোগ পাননি।
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/এমএইচআর/জেআইএম