বেঙ্গল প্রেস শিক্ষা ডেস্কঃ
আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে সশরীরে ক্লাস৷ সেই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সশরীরে ক্লাস শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল৷
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্কুল ক্যাম্পাস ঘুরে দেখা যায় শ্রেণিকক্ষ, কমনরুম, ওয়াশরুমসহ পুরো ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রম শেষ হয়েছে৷ স্কুলের প্রধান ফটকের পাশে হাত ধোয়ার জন্য নতুন বেসিন স্থাপন করা হয়েছে৷ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবশের সময় হাত ধুয়ে প্রবেশ করবে৷ এছাড়া সিটি করপোরেশনের সহায়তায় মশকনিধন কর্মসূচিও চলমান রয়েছে৷
স্কুলের পরিচ্ছন্নতাকর্মী লিটন দাস বেঙ্গল প্রেসকে বলেন, ১২ তারিখ স্কুল খোলার খবর শুনে আমরা ক্লাসরুম, কমনরুম সব পরিষ্কার করে দিয়েছি৷ পরিচ্ছন্নতা কাজ সব শেষ।
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুল ও কলেজ মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ২০০ জন৷ শ্রেণিকক্ষ রয়েছে ৪০টি। ৫৬ জন শিক্ষক এবং ১৮ জন কর্মচারি রয়েছেন৷ স্কুল শাখায় ক্লাসের ক্ষেত্রে প্রভাতি শিফটে ১৯টি শাখা এবং বিকেল শিফটে ১১টি শাখা রয়েছে৷ এছাড়া কলেজ শিক্ষার্থীদের ক্লাসের ক্ষেত্রে ৪টি শাখা রয়েছে৷ প্রভাতি শিফটের ক্লাস সকাল ৮টায় শুরু হয়ে চলবে ১১টা ২০ পর্যন্ত এবং বিকেল শিফটের ক্লাস দুপুর ১২টা ২০ থেকে চলবে ৩টা ৪০ পর্যন্ত৷ আগে প্রতি কক্ষে ৬০-৬৫ জন শিক্ষার্থী বসে ক্লাস করলেও এখন প্রতি কক্ষে ৩০ জনের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে৷ সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে৷
এছাড়া নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে খেলাধুলা করতে পারে সেই উদ্যোগও নেওয়া হবে৷ দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে শিক্ষার্থীদের মানসিক অবসাদ কাটিয়ে উঠতে প্রয়োজনে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানায় স্কুল কর্তৃপক্ষ৷
স্কুলটির প্রধান শিক্ষক মো. আবু সাঈদ ভুঁইয়া বেঙ্গল প্রেসকে বলেন, সশরীরে ক্লাস নিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি৷ স্কুলের সবকটি গেটের পাশে বেসিন স্থাপন করা হয়েছে৷ তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হবে৷ ক্লাস শুরুর আগে শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক বক্তব্য দেবেন৷ আমরা অভিভাবকদের সাথে বৈঠক করবো, যাতে কোনো শিক্ষার্থীর সর্দি, জ্বর বা এ ধরনের উপসর্গ থাকলে সন্তানকে স্কুলে না পাঠান৷ আমরা আশা করছি, স্কুল খুললে সশরীরে ক্লাসে নিতে স্বাস্থ্যবিধি বিঘ্নিত হবে না৷ শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ক্লাস করতে পারবে৷
নাহিদ হাসান/ইউএইচ/সোসি