ডেস্ক রিপোর্ট :
বর্তমানে অনেক সাবেক ফুটবলার মানবেতর জীবনযাপন করছেন। তাদের কর্মসংস্থান করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, চট্টগ্রামের ফুটবলে একসময় যারা মাঠ কাঁপিয়েছেন, সময়ের গ্রাসে তাদের অনেকেই আজ কর্মহীন। একদিন যে ফুটবলারের জীবনের ধ্যান-জ্ঞান ছিল ফুটবল। সেই ফুটবল থেকে অবসর নেওয়ার পর তারা আর অন্য কোনো পেশায় জড়িত হওয়ার সুযোগ পাননি বা সুযোগ সৃষ্টি হয়নি। তবে সময় এসেছে সাবেক ফুটবলারদের জন্য কিছু করার।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে সাবেক ফুটবলারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ পরিচালক বলেন, চট্টগ্রামে সারাবছর জুড়েই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে করে ফুটবল খেলা পরিচালনার জন্য রেফারি, অনুশীলন এবং প্রশিক্ষণের জন্য কোচ ও খেলোয়াড় তৈরির জন্য একাডেমিসহ বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি এসব সাবেক খেলোয়াড়দেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে পারে। ক্রীড়া জগতের একজন হিসেবে আমার পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা থাকবে।
ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্ব ও দেবাশীষ বড়ুয়া দেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মুরাদ, যুগ্ম সম্পাদক মানু দত্ত, সহ-সম্পাদক নাজিম উদ্দিন নাজু, এ এস এম শরীফ টুটুল প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০০ জন সাবেক ফুটবলারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। চলতি রমজান মাসে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত সাবেক ফুটবলারদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে বলেও আয়োজকরা জানিয়েছেন।
ইকবাল হোসেন/কেএসআর