ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ-প্রেস’কেিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ টি-টুয়েন্টি ম্যাচে প্রেস’কেিল্যান্ডকে ছয় উইকেটে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। সিরিজের শেষ ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এইচএস/এমএসএম/জেআইএম