ডেস্ক রিপোর্ট :
সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।
মঙ্গলবার (২৯ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান তিনি।
‘রাজশাহীতে সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যা’ বিষয়ে তদন্তের জন্য গত রোববার (২৭ মার্চ) চার সদস্যের কমিটি করে কৃষি মন্ত্রণালয়। এ কমিটি রাজশাহীতে ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শুরু করেছে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।
কৃষি সচিব বলেন, খবরটি জানার সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সেচের পানি সময়মতো না পাওয়ার কারণ ও কৃষকের বিষপান বিষয়ে প্রকৃত ঘটনা এবং দোষীদের চিহ্নিত করতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। এরই মধ্যে কাজ শুরু করেছে কমিটি।
সচিব বলেন, সেচের পানি দেওয়ার ক্ষেত্রে কারও গাফিলতি প্রমাণিত হলে, তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পুলিশও তদন্ত করছে, তারা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে।
রাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে অভিমানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই চাচাতো ভাই রবি মার্ডি ও অভিনাথ মার্ডি ২৩ মার্চ কীটনাশক পান করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দুজনই। এরপর ২৪ মার্চ অভিনাথ মার্ডি মারা যান। ২৬ মার্চ মারা যান রবি মার্ডি।
আরএমএম/জেডএইচ/জিকেএস