ডেস্ক রিপোর্ট :
পবিত্র রমজান উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন সেনাপ্রধান, বিভিন্ন দূতাবাসের সামরিক উপদেষ্টা, গণমাধ্যম ব্যক্তিবর্গ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সদস্যরা ইফতারে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে প্রধান অতিথি এবং সেনাবাহিনী প্রধান অতিথিদের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। পরে সেনাপ্রধান সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এসময় সবাই দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।
এইচএ/এমকেআর