সোহানুর রহমান, ইবি প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের অভ্যন্তরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোভার স্কাউট গ্রুপ।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ ও পার্শ্ববর্তী স্থান সমূহে পরিছন্নতা অভিযান চালায় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
এবিষয়ে সংগঠনটির ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নির্মল রাখতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা অভিযান। আমাদের একটু সচেতনতায় পারে আমাদের ক্যাম্পাসকে সুন্দর ও নির্মল রাখতে। তিনি সবাইকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়।