ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে আট হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে হালদা-কর্ণফুলী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বেঙ্গল প্রেস’কেকে বলেন, হালদা-কর্ণফুলী নদীর মোহনায় অবৈধভাবে ভাসান জাল বসানো হয়। মঙ্গলবার সকালে স্পিড বোডের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় আট হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। পরে সদরঘাট নৌ থানায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজের মা-মাছ রক্ষার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইকবাল হোসেন/আরএডি/এমএস