শিক্ষা ডেস্কঃ
২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরণ শুরু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। তবে অনলাইনে ফি জমা দেওয়ার শেষদিন ২৫ এপ্রিল।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বেঙ্গল প্রেসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ থেকে অনলাইনে ফরমপূরণ শুরু হয়েছে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এ পরীক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৯ মে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।’
রেজিস্ট্রেশন ফি
এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি এক হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার এক হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ হিসেবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।
রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের এক থেকে চারটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এজন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা এবং ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বিপিইডু/এএএইচ/এসএস