ডেস্ক রিপোর্ট :
২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত গত আট বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার আগামী ১১ মে দেওয়া হবে। ওইদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণ করবেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১১ মে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন এমন বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠকদের জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার।
আরএমএম/বিএ/জিকেএস