Bangal Press
ঢাকাSunday , 3 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের দাবিতে বরগুনায় সমাবেশ ও স্মারকলিপি পেশ

ডেস্ক রিপোর্ট
September 3, 2023 9:43 am
Link Copied!

আজ রোববার (৩ সেপ্টেম্বর  প্রধানমন্ত্রী প্রতিশ্রুত উপকূলীয় জেলা বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্টার দাবীতে সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত প্রেসক্লাব চত্তরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক প্রফেসর (অবঃ) মোস্তফা জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন সমন্ময় কমিটির যুগ্ম আহবায়ক চিত্ত রঞ্জনশীল,সদস্য সচিব অধ্যাপক (অবঃ) রফিকুর ইসলাম টুকু,পাবলিক পলিসি ফোরামের আহবায়ক হাসানুর রহমান,নাগরিক ফোরামের সম্পাদক মনির কামাল,প্রেসক্লাব সাধারন সম্পাদক জাফর হাওলাদার, খেলাঘর সাধারন সম্পাদক মুশফিক আরিফ প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিটি জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে অনেক জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা হলেও বরগুনা জেলায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন উদ্দোগ নেই। পদ্মা সেতু বরগুনা-ঢাকা সড়ক যোগাযোগ সময় কমিয়ে এনেছে, বাস্তবে বরগুনার কোন দৃশ্যমান  উন্নয়ন হয়নি।
সমাবেশ শেষে বরগুনার জেলা প্রশাসকের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি গ্রহন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বরগুনাবাসীর প্রতি আলাদা দৃষ্টি রয়েছে। আর আপনাদের দাবীর যুক্তিকতা রয়েছে। স্মারকলিপি দ্রুত প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দেয়া হবে বলে জেলা প্রশাসক আশ্বস্ত করেন।



এমআর/বা.স.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।