Bangal Press
ঢাকাTuesday , 12 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা ও গবেষণার উন্নয়নে দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড, অনুদান প্রদানের আহ্বান

ডেস্ক রিপোর্ট
September 12, 2023 1:42 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণার উন্নয়নে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামে বিশ্ববিদ্যালয়ে একটি নিজস্ব ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। সেই সঙ্গে আগামী শনিবার ফান্ডের জন্য তহবিল সংগ্রহের উদ্বোধন করার কথা রয়েছে। 
বিষয়টি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের জন্য আহ্বান জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে একটি নিজস্ব ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ শীর্ষক এই ফান্ডের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম আগামী শনিবার উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই ফান্ডের কার্যক্রম উদ্বোধন করবেন। 
এই ফান্ডে অনুদান প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইবৃন্দ, সমাজের ধনাঢ্য, দানবীর এবং শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিকে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়। 
প্রসঙ্গত, আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করতে পারবেন।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।