Bangal Press
ঢাকাTuesday , 7 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

Link Copied!

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন ফেনী ইউনিভার্সিটি  আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিভার্সিটি হয়ে ফেনী জেলা আইনজীবী সমিতি হয়ে আবার ইউনিভার্সিটি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে ফেনী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এম জামালউদ্দীন আহমদ বলেন,ইসরায়েলের দ্বারা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে দ্রুত স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়ার দাবি জানান।
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক এবং ফেনী ইউনিভার্সিটি ‘ল’স্টুডেন্ট’ ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গোটা বিশ্বের মানবসভ্যতা যখন প্রায় বিপর্যয়ের মুখে তখন ২০২৩ সালের শেষভাগে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বিশ্বকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি আধিপত্যবাদী স্বার্থান্বেষী শাসকগোষ্ঠীর সৃষ্ট সমস্যাই ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্বকে আরো প্রলম্বিত করছে। অতএব জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে দ্বি -রাষ্ট্র সমাধান হতে পারে মীমাংসার উৎকৃষ্ট উপায়।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রেজারার অধ্যাপক তায়বুল হক, রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো: আয়াতুল্লাহ।
এসময় আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহান, এডজাংক্ট ফ্যাকাল্টি উম্মে হাবিবা জিতু, ফেনী ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম তালুকদার, ফেনী ইউনিভার্সিটি ‘ল ‘স্টুডেন্ট’স ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন সহ আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।