Bangal Press
ঢাকাTuesday , 7 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঘুরতে গিয়ে কিশোর-কিশোরী নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার 

Link Copied!

নরসিংদীতে শেখ হাসিনা সেতু সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি এলাকার সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে আসা দূরদুরান্তের দর্শনার্থীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নাগরিয়াকান্দি এলাকায় ঘুরতে গেলে  ওই চক্রটি দর্শনার্থীদের নির্যাতন করে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসাবে আদায় করছে। 
সম্প্রতি নরসিংদী সদর উপজেলার নরজরপুর ইউনিয়নে অবস্থিত নাগরিয়াকান্দি নামে পরিচিত দর্শনীয় স্থানে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন আল-নোমান (১৭), সৈকতসহ (১৬) অজ্ঞাত এক কিশোরী। গত শুক্রবার (৩ নভেম্বর) সকালের ওই ঘটনার ভিডিও সোমবার (৬ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা প্রকাশ্যে আসে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের শহিদের ছেলে শাহরিয়া উল্লাহ শুভ (২২), একই গ্রামের শাহআলমের ছেলে আরিফুল ইসলাম রকি (১৯), দড়িনবীপুর গ্রামের মৃত মোবারকের ছেলে রমজান আলী (৪২)।
নির্যাতনের শিকার কিশোর আল নোমান সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ভেলানগর নন্দিপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা সৌদিপ্রবাসী লুৎফর রহমান। নোমান স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র। নির্যাতনের শিকার তার সহপাঠী সৈকত একই এলাকার বাসিন্দা। তাদের স্বজনদের দাবি, বন্ধুদের নিয়ে নাগরিয়াকান্দি ঘুরতে গেলে ওই চক্রটি নির্যাতন করে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে।
নির্যাতনের শিকার আল-নোমান জানান, আল-রোমানসহ তার সহপাঠী সৈকত ও আরেক মেয়ে বন্ধু নিয়ে বেড়াতে যায় শেখ হাসিনা সেতু সংলগ্ন বিনোদন এলাকায়। সেখানে নিসর্গ হাওয়া নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে বসেন তারা। হোটেলে থাকা লোকজন তার বান্ধবীকে আটকে রাখে। পরে তাকে হোটেল থেকে পাশে নির্জনস্থানে নিয়ে গিয়ে নির্যাতন করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একজন তার বাবার নাম জানতে চাইলে বলে তার বাবা বিদেশে থাকে। পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।
আল-নোমান আর ও জানান, টাকা আনার কথা বলে চাচা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে কথা বলে সে। পরে কৌশলে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাবিব। চক্রের সদস্যরা বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখায় ভুক্তভোগীদের।
এ বিষয়ে নোমানের চাচা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘প্রাণের ভয়ে পুলিশকে জানানো হয়নি।
নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সেতু সংলগ্ন বাজার কমিটির সভাপতি বাদল সরকার বলেন, ভিডিওটি থানা থেকে দিয়ে বলেছে দেখার জন্য। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি নিসর্গ হাওয়া নামে হোটেলের মালিক প্রীয় ও ইমনসহ অজ্ঞাত কয়েকজন এ ঘটনায় জড়িত। আমরা বাকিদের শনাক্ত করার চেষ্টা করছি।
এ বিষয়ে নরসিংদীর জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ভিডিও দেখে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার  করেছেন মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত নিসর্গ হোটেলের লোকজন হোটেল বন্ধ করে পালিয়ে গেছে। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।