Bangal Press
ঢাকাWednesday , 8 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট সরাসরি দেখাবে টফি

Link Copied!

ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি আগামী ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দুইটি কনসার্ট। ‘কোক স্টুডিও বাংলা লাইভ ২.০’ বিকাল ৩টায় ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম’ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পীদের মুগ্ধকর পরিবেশনা  সারা দেশের সংগীত প্রেমীদের কাছে পৌঁছে যাবে। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টা থেকে।
১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সাথে নচিকেতার তিন দশকের অসাধারণ পথ চলার উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। ঘরে বসেই দেশের সকল প্রান্তের শ্রোতাদের তাদের প্রিয় শিল্পীদের সুর ও ছন্দ উপভোগ করার সুযোগ করে দেয় টফি। এই দুইটি কনসার্ট উপলক্ষে টফি-এর শীর্ষ ১০০০ জন দর্শক পাবেন এক্সক্লুসিভ অ্যাক্সেস কুপন, যা তাদের সম্পূর্ণ বিনামূল্যে টফিতে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ দেবে।
টফি’র মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “টফি-তে, আমরা ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে কন্টেন্টে বৈচিত্র্য আনার চেষ্টা করি। সেই ধারবাহিকতায় কনসার্ট দুইটি সরাসরি সম্প্রচার করবে টফি। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের দর্শকরা তাদের ঘরে বসেই আকর্ষনীয় লাইভ মিউজিক পারফরমেন্স উপভোগ করতে পারবেন। বিনোদনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় উন্নীত করতে আমরা আশাবাদী।”



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।