নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগড়া- লক্ষীপাশা-মহাজন সড়কের রাজুপুর এলাকায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক জনি আহম্মেদ শেখ (২০) লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মো:মিজানুর রহমান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিহত জনি শেখ মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৭৭১৪) তাকে ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন বিডি২৪লাইভকে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
শাকিল/সাএ