ফেনী কলেজ গেইটে অবরোধে সমর্থনে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেইন দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এসময় তারা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষনায় ছাত্রদের সমর্থনের জন্য তালা ঝুলায় বলে জানা যায়। তবে প্রত্যক্ষ দর্শী কয়েকজন জানান’ সকালে কলেজে বিএনপির দুইটি ব্যানার নিয়ে ৪/৫ জনকে আসতে দেখি। তারা একটি চেইন দিয়ে দুইটি গেইট আটকিয়ে তালা ঝুলিয়ে দেয়। তবে পরক্ষনে তারা ছিটকে পড়লে গেইট আবার খুলে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সুমন চৌধুরী জানান’ ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে তাদের কার্যক্রম করেছে।তবে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন হতে শুরু করে ছাত্রলীগ আমাদের কর্মসূচি পালনে বাঁধা দিচ্ছে। তবে আমরা আমাদের শক্তি মাঠে নিয়মিত প্রদর্শন করছি।সব বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে যদি তালা পড়ে তবে ফেনীতে ছাত্রদলের কলেজ ইউনিট ও কলেজ সমূহে তালা ফেলবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে ছড়িয়ে পড়া এমন ছবিতে বিএনপি সমর্থিত নোটিজেনরা বাহবাহ দিচ্ছে।আবার আওয়ামী লীগের সমর্থকেরা করচেন তিরস্কার। তবে চলমান আন্দোলনে ফেনী সাধারণ মানুষের নিরব সমর্থনের কথা স্বীকার করেন নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই।
এবিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায় নি।
অপরদিকে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুরের নেতৃত্বে কর্মসূচি সফল করেছেন বলে জানান কলেজের সাধারন শিক্ষার্থীরা।
সালাউদ্দিন/সাএ