Bangal Press
ঢাকাWednesday , 8 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয় বাংলা মোড় হবে নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মোড়: উপাচার্য সৌমিত্র শেখর 

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জয় বাংলা ভাস্কর্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মোড় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 
তিনি বলেন, ‘জয় বাংলা আমাদের আবেগ ও অনুভূতির জায়গা। এই বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা স্মরণে যে ভাস্কর্যটি রয়েছে সেটিকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মোড় গড়ে উঠবে। আগামী দুই তিন বছরের মধ্যেই এ কার্যক্রম দৃশ্যমান হবে।বিশ্ববিদ্যালয়েল প্রথম গেট থেকে যখন নতুন প্রশাসনিক ভবন পর্যন্ত বিশাল দৃষ্টিনন্দন রাস্তা ও তার পাশে ডানদিকে সংযোগ সড়কের মোড়ে জয় বাংলা ভাস্কার্য প্রতিস্থাপিত হবে। তখন এই ভাস্কর্যকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মোড় গড়ে উঠবে।’
বুধবার (৮ নভেম্বর) বিকেলে জয় বাংলা ভাস্কর্য প্রতিস্থাপন ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাস্কর্য জয় বাংলা ভাস্কর্য। তাই এই ভাস্কর্যটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পাশাপাশি জয় বাংলা আমাদের দৃঢ়তা, প্রতিবাদের শিক্ষা দেয়। তাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান অনুসারে জয় বাংলা ভাস্কর্য প্রতিস্থাপন ও সংস্কার জরুরী ছিল। সে প্রেক্ষিতে এর সঙ্গে যুক্ত সকলের সঙ্গে কথা বলে জয় বাংলা ভাস্কর্যকে আরও সুন্দর ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। আরও বক্তব্য দেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. হাফিজুর রহমান, ভাস্কর পলাশ শেখ, সেকশন অফিসার আপেল মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা মোহাম্মদ মেহেদী উল্লাহসহ অন্যরা।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।