বগুড়ায় র্যাবের অভিযানে ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকাল পৌণে ৪ টার দিকে সদরের নওদাপাড়া এলাকায় রংপুর-বগুড়া মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আকাশ চন্দ্র সেন (১৯)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ির পূর্ব ফুলমতির কার্তিক চন্দ্র সেনের ছেলে। বুধবার (৮ নভেম্বর) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে জানা যায় গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি বাসে গাঁজা বহন করা হচ্ছে। তখন সদরের নওদাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে সাথী ফরহাদ মেইল বাস থেকে ৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় আকাশ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছড়াও ০১টি মোবাইল, ০১টি সিম এবং নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ