ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। চরযশোরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির সংবাদমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহত দুই শিশু হলো, আলগাদিয়া গ্রামের জাফর শেখের ছেলে আবু বকর (৩), শফিকুল ইসলামের মেয়ে নাহিদা (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি সকাল ৯ ঘটিকার দিকে খেলতে বের হয়। তাদেরকে কোথাও না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ১১ টায় বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে দেখা যায়। অতঃপর দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
স্থায়ী এক ব্যক্তি আরো বলেন, জাফর শেখের বিবাহের ১৪ বছর পর ছেলে আবু বকর জন্ম গ্রহন করে। ছেলেকে হারিয় পুরো পরিবার পারিবার।
সালাউদ্দিন/সাএ