বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীতে পরপর তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। জিগাতলা, বনানী ও পুরান ঢাকার তাঁতি বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, রাত ৯টা ২৫ মিনিটের দিকে জিগাতলা বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার তথ্য আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট । এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে রাত ৮টার দিকে বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটির আগুন নিভে যায়।
এছাড়া সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পুরান ঢাকার তাঁতি বাজার মোড়ে আকাশ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় রাজধানীসহ দেশব্যাপী চলছে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে। গত সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।
এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাঁধন/সিইচা/সাএ