এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণে আগুন, মারা গেলেন দগ্ধ হওয়া সেই কর্মী
জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরে আক্কেলপুর ফিলিং স্টেশন নামের এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে পাইপ লিকেজ হয়ে বিকট শব্দে আগুন লাগার ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) নামের এক কর্মী দগ্ধ হয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ কবিরাজ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনে গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধ হয়ে নিহত সাইফুল ইসলাম উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের আব্দুর রহমান ছেলে।
সরেজমিনে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে শহরে বিকট শব্দ হয়, এরপর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় ফিলিং স্টেশনের ভিতরে থাকা কর্মী সাইফুল ইসলামের শরীরে আগুন লেগে যায়। তিনি শরীরে আগুন নিয়ে দেঁৗড়ে বাহিরে আসে। ততক্ষণে স্থানীয়রা এগিয়ে এসে তার শরীরের আগুন নিভিয়ে গুরুতর আহত অবস্থায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে তিনি মারা যান।
এলপিজি ফিলিং স্টশনের আরেক কর্মী আজিজুল ইসলাম বলেন, প্রথমে বিকট শব্দ হয়, এরপর আগুন জ¦লে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। তখন সাইফুল স্টেশনের ভিতরে গ্যাস লাইনের কাজ করছিল। বাহিরে আসার সময় ওর গায়ে আগুন লাগে।
আক্কেলপুর ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ কবিরাজ সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চেত করে বলেন, সেদিনের দূর্ঘটনায় সাইফুল মারাত্মকভাবে দগ্ধ হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। সেই রাতে স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে গেছি। এখানে হয়নি। বগুড়া নেওয়া হলে তার অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় সেখানে চিকিৎসা চলাকালীন সে মারা গেছে।
সালাউদ্দিন/সাএ