Bangal Press
ঢাকাWednesday , 8 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণা ও চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ মামলায় ইবি শিক্ষার্থী মুরাদ গ্রেফতার

Link Copied!

প্রতারণা ও চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ খান গ্রেফতার হয়েছে বলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার মিঠা পুকুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। 
জানা যায়, মুরাদ ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পরিচয় দিয়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ বেকার যুবকদেরকে চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মুরাদ খান তাঁর প্রতারণার জন্য ব্যবহার করে অভিনব এক কৌশল। সে নিজেকে দাবি করে মানবাধিকার কর্মী, সমাজ সেবক, ওয়াল্ড চাইল্ড ইয়ুথ ফোরামের পরিচালক, নিজের নামে তৈরী ভুইফোর নিবন্ধনহীন মুরাদ খান পাতা ২৪৭১ ডট কম( MKNews71.com) এর কর্নধার।  এসব পরিচয় ব্যবহার করে নানা কৌশলে সে যুব উন্নয়নে চাকুরি দেওয়ার নামে এবং  ওয়াল্ড চাইল্ড ইয়ুথ ফোরাম সংঠনের নামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও চ্যারিটি থেকে পথ শিশুদের সহযোগিতা ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর নাম করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। এসব শিল্প প্রতিষ্ঠানের কাছে পৌছানের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষকদের উপদেষ্টা হিসেবে পরিচয় দিতেন এবং তাদের পরিচয় ব্যবহার করে সংগঠনকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করতেন এবং এভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। সে লোক দেখানোর নামে অনেক সময় দু-একজনকে সহযোগিতা করে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে মানুষকে ধোঁকা দেয় এবং বাকী মোটা অর্থ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়।
তারা আরও জানান, এলাকায় ক্রাইম নিউজের নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেকায়দায় ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। মুরাদ খান ও তাঁর সহযোগিদের এসব প্রতারণার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। একইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মুরাদ গং এর বিচার চেয়ে স্মারক লিপি দিয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে পুলিশ মুরাদ খান ও তাঁর সহযোগিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। 
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মুরাদ খানের বিরুদ্ধে এসব অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে থানায় তার নামে মামলা রেকর্ড করা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।