Bangal Press
ঢাকাThursday , 9 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে সিইসির নেতৃত্বে চার কমিশনার

Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন চার নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে বঙ্গভবনে যান তারা। উপস্থিত রয়েছেন কমিশন সচিন মো. জাহাংগীর আলমও। 
জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন-তারিখের সম্মতি আনার জন্য গিয়েছে ইসি। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে কথা বলবেন সিইসি।
এদিকে সংবিধানে সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী ২০২৪ সালের  ২৯ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে।
এক্ষেত্রে ৯০ দিনের গণনা গত ১ নভেম্বর (২০২৩ ইং) থেকে শুরু হওয়ার কথা রয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোসণা এবং জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে ইসি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের একটা পুরনো রীতি রয়েছে। সেই অনুযায়ী সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করেছে ইসি। মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।