Bangal Press
ঢাকাThursday , 9 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে মসজিদের পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
November 9, 2023 11:53 am
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ীর পাশের মসজিদের পুকুরের পানিতে ডুবে উম্মে হাফসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পশ্চিম পাড়া মিয়াজী বাড়ী সংলগ্ন শাহী জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মো: আলমগীর মিয়াজীর চতুর্থ কন্যা। হাফসার মৃত্যুতে তার মা-বাবা সহ পরিবারের লোকজন শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। স্বজনদের গগনবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করে নিহত হাফসার চাচা মো: মনির হোসেন মিয়াজী বলেন, ‘চার বছর বয়সী হাফসা বৃহস্পতিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের মসজিদের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। কিছুক্ষণ পর তাকে মসজিদের পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।