নড়াইলের কালিয়ায় ২২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুয়েল শেখ (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে কালিয়া থানার পেড়লী পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে কালিয়া থানার পেড়লী পুলিশ ক্যাম্পের মহসিন মোড় চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। সে কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের মোঃ জাহিদুল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কালিয়া থানার অফিসার ইনচার্জ তাসমীম আলম এর তত্বাবধানে এসআই মোঃ আজিজুর রহমন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় আসামির সহযোগী ইয়াসিন মোল্যা (৪১) দ্রুত পালিয়ে যায়। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ