Bangal Press
ঢাকাThursday , 9 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা জিতলে পাকিস্তানের লাভ, বাংলাদেশের ক্ষতি

ডেস্ক রিপোর্ট
November 9, 2023 11:11 am
Link Copied!

চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে তিন দল। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল হিসেবে সেমিতে ওঠার দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তারা যেমন লড়বে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য তেমনি বাংলাদেশ, শ্রীলঙ্কা লড়াই করছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিতের জন্য।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর এম. চিদাম্বরাম স্টেডিয়ামে হাইভোল্টেজ মাঠে নামছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে পাকিস্তান এবং বাংলাদেশের। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের দৌড়ে।
লঙ্কানরা আজ যদি কিউইদের হারাতে পারে তাহলে সবচেয়ে বড় সুবিধাটা পাবে পাকিস্তান। সেক্ষেত্রে ১১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে নূন্যতম ব্যবধানে জয় পেলেও বাবর-রিজওয়ানরা চলে যাবে সেমিফাইনালে। কারণ, পাকিস্তানকে টপকে আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া অনেকটাই অসম্ভব। আবার উড়ন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বড় ব্যবধানে জিততে পারবে বলে মনে হয় না।
তবে শ্রীলঙ্কার জয়ে পাকিস্তানের যেখানে সুবিধা হবে সেখানে বিপাকে পড়বে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জিতে এরই মধ্যে বাংলাদেশকে পেছনে ফেলেছে ইংল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে সাকিবরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পায় এবং আজকের ম্যাচে শ্রীলঙ্কা যদি জেতে তাহলে পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা নিয়ে বড় রকমের সমস্যায় পড়তে হবে বাংলাদেশকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার জন্য আজ নিউজিল্যান্ডের জয়ের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। আর বৃষ্টির কারণে যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয় সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পেলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।