Bangal Press
ঢাকাThursday , 9 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জবিতে ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
November 9, 2023 12:21 pm
Link Copied!

আহমেদ সানি, জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩-২৪ (ছাত্র-ছাত্রী) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আজ (৯ নভেম্বর) ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) এর আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। 
জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, “খেলাধুলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি প্রসার পাচ্ছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড়রাই সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”
ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং ক্রীড়া উপ-কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।
এবারের প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও অর্থনীতি বিভাগ রানার আপ এবং মেয়েদের গ্রুপে উদ্ভিদবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও অর্থনীতি বিভাগ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 
এছাড়াও সেরা খেলোয়াড় (ছাত্র) হিসেবে মনোবিজ্ঞান বিভাগের গোলাম সারোয়ার এবং সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রোকসানা খাতুন নির্বাচিত হয়েছেন।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।