পাবনার চাটমোহর বাসস্ট্যান্ডে চাটমোহর-ঢাকা গামী শাহজাদপুর ট্রাভেলস এর হেলপার কর্তৃক গাড়ি পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোফাজ্জল হোসেন (মোফা) নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ঐ ব্যক্তির মৃত্যু হয়। বৃহস্পতিকার সন্ধার পরে চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর ট্রাভেলস এর কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত তিনজন পথচারী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
নিহত পথচারী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মৃত. সমসের হাজীর ছেলে। এ ঘটনার পরে বাসের হেলপার সহ সকল স্টাফ পলাতক রয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সন্ধার পরে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুর ট্রাভেলস কাউন্টার সংলগ্ন এলাকায় শাহজাদপুর ট্রাভেলস এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৫৭১৭) হেলপার কর্তৃক পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোফাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। এসময় পাশের একটি ছোট মার্কেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে তিনটি দোকান ঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনার পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী বাসটি ভাঙ্চুর করতে লাগলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, দূর্ঘটনা ঘটার পরে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়ধীন রয়েছে।
শাকিল/সাএ