চলমান বিশ্বকাপে শেষেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডোর সম্পর্কটা যে থাকছে না তা স্পষ্ট ছিল গত কয়েক দিন ধরে। জানা গেছে, চলমান বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচ সামনে রেখে দলের টিম মিটিংয়ে নিজের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড। তবে সে একা নয়, তার মতোই বিশ্বকাপ দিয়েই টাইগারদের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন জাতীয় দলের কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর। তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পুনেতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে দলীয় বৈঠকে নিজের বাংলাদেশ অধ্যায় শেষের কথা জানান ডোনাল্ড।
টিম ম্যানেজমেন্টের একটি সূত্র সংবাদ মাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, ডোনাল্ড টিম মিটিংয়েই আমাদের জানিয়েছে বিশ্বকাপের পর সে আর থাকছে না।’
ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ চলতি মাসের ৩০ তারিখে। তবে চুক্তি নবায়ন হচ্ছে না এমন গুঞ্জনই ছিল চারদিকে। দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বনিবনা না হওয়াও এর পেছনে অন্যতম কারণ।
তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে নতুন ইস্যু। গত ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে টাইমড আউট করে বাংলাদেশ। এই ঘটনার পক্ষে, বিপক্ষে নিজেদের মত তুলে ধরছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা।
এমনই এক মন্তব্য করে ফেঁসে গেছেন খোদ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ডোনাল্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিজে পৌঁছে নিজের প্রথম বল মোকাবেলা করতে ব্যর্থ ম্যাথিউস। হেলমেট ঠিক নেই বলে নিয়েছেন বাড়তি সময়। ক্রিকেট আইন যা অনুমোদন দেয় না। এর প্রেক্ষিতে আপিল করে বাংলাদেশ। তাতে সাড়া দেয় আম্পায়ার। এই পুরো ব্যাপারটা পছন্দ হয়টি ডোনাল্ডের।
ম্যাচ চলাকালীল ম্যাথিউসের সঙ্গে আলাদা কথা বলেছেন টাইগার পেস বোলিং কোচ। পরে ক্রিকেট ভিত্তিক একটি ওয়েবসাইটে জানিয়েছেন নিজের মনের ভাবনা। যেখানে স্পষ্ট করেছন যে প্রক্রিয়ায় ম্যাথিউসকে আউট করা হয়েছে তা তার পছন্দ হয়নি।
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার সঙ্গে চুক্তি করে বিসিবি। পরে যা বাড়িয়ে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত করা হয়। সব ঠিক থাকলে বিশ্বকাপ দিয়েই ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় আপাতত শেষ হচ্ছে।
এদিকে বাংলাদেশের সঙ্গে শ্রীনিবাসের সম্পর্কটা ডোনাল্ডের চেয়ে বেশি। ৬ বছরের মতো টাইগারদের সঙ্গে কাজ করেছেন এই ভারতীয়। তার সঙ্গে বিশ্বকাপের পরেও চুক্তি নবায়ন করতে চেয়েছে বিসিবি। কিন্তু পারিবারিক কারণে আপাতত ভারতেই থাকতে হচ্ছে শ্রীনিবাসকে। তাই বিসিবির প্রস্তাবে দিতে পারেননি সাড়া।
ফেসবুক পোস্টে জানিয়েছেন বাংলাদেশ থাকবে তার হৃদয়ের বিশেষ জায়গায়। ২৫ টেস্ট,৭৫ টি-টোয়েন্টি ও ও ৮৩ ওয়ানডেতে টাইগারদের কম্পিউটার এনালিস্ট হিসেবে কাজ করেছেন শ্রীনিবাস।
শাকিল/সাএ