Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ার গার্মেন্টসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 10:40 am
Link Copied!

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষেই আন্দোলনে পরা কারখানাগুলো অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। শুক্রবার (১০ নভেম্বর) সকালে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এ তথ্য জানান। আগামীকাল শনিবার (১১ নভেম্বর) থেকে কারখানার সামনে নোটিশ টানানোর কথা জানিয়েছেন তারা।
গত ২৩ অক্টোবর থেকে মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। এরপর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও শান্ত না হয়ে উল্টো আবারও আন্দোলনে নামে কয়েকটি কারাখানার শ্রমিকরা। বাধ্য হয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনে পড়া কারখানাগুলো অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আন্দোলনের মুখে পড়া কারখানাগুলো আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। এরপরও শ্রমিকরা তাদের দাবির ব্যাপারে অনড়। পোশাকখাতে এই অস্থিরতার দ্রুত অবসান চান স্থানীয় সচেতনরা।
এর আগে, সারা দেশের সব পোশাক কারখানায় নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এছাড়াও যেসব কারখানায় গত কয়েক দিনে ভাঙচুর হয়েছে, কারখানা কর্তৃপক্ষকে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। ভাঙচুরের ছবি, সিসিটিভি ফুটেজের কপি থানায় দেয়ার পাশাপাশি বিজিএমইএকেও।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।