Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 10:18 am
Link Copied!

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের অনেক কাছেই চলে গেছে কিউইরা। তবে এতে করে পাকিস্তান ও আফগানিস্তান বিপাকে পড়লেও, স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। চ্যাম্পিয়নস ট্রফির মিশনটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য। 
২০২৫ সালে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার দৌড়ে বাংলাদেশের সামনে বড় বাধা লঙ্কানরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের বড় হারে এবার সেই দৌড়ে খানিকটা এগিয়ে গেল টাইগাররা। এখনও পর্যন্ত শ্রীলঙ্কার সমান ৪ পয়েন্ট বাংলাদেশের। তবে লঙ্কানরা এক ম্যাচ বেশি খেলেছে। আর নেট রানরেটে খানিকটা এগিয়ে থাকায় আটে আছে টাইগাররা আর নয়ে লঙ্কানরা।
আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জিততে পারলে, কোনো ধরনেই যদি-কিন্তু ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করবে বাংলাদেশ। আর যদি হারেও তাহলে বড় ব্যবধানে না হারলে পয়েন্ট তালিকার অষ্টম দল হিসেবে পাকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পাবে টাইগাররা। অবশ্য নেদারল্যান্ডসের হার কামনা করতে হবে বাংলাদেশকে।
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে নেট রানরেটের হিসেবে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের -১.১৪২। আর শ্রীলঙ্কার -১.৪১৯। পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা নেদারল্যান্ডসের রেটিং পয়েন্ট -১.৬৩৫। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে কম ব্যবধানে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকছে টাইগারদের।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।