ইঞ্জিনিয়ার, উকিল প্রত্যাকেই আয় করতে চায় আমরাও আয় করতে চাই তবে বাজারে কোনো সিন্ডিকেট নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, অবরোধ হরতালে নিন্ম আয়ের মানুষ যারা দিন মজুর, আয় কম তাদের অবস্থা খারাপ ঠিক আমার মত মানুষের কষ্ট কম। এমন লোকও আছে যাদের পন্যের দামে গায়েই লাগে না আবার অনেক লোক আছে তারা ব্যাংককে বাজার করে লন্ডনে খায়।
তবে বাজার নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার কাজ করছেন। নিন্ম আয়ের মানুষের জন্য সরকার বিশেষ ব্যবস্থা করেছে। ট্রাকে করে ন্যায মুল্যে পন্য বিক্রি করছে। আমি আশা করি অগ্রায়ন মাসে ধান উঠলে ধানের দাম কমবে। চালের দাম কলমে সার্বিক ভাবে দাম কমবে। তিনি শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঝিলমিল অডিটোরিয়াম উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, দোকান দার দোকান দারে আলোচনা করে তা আমরা কেমনে করব। তারা আয় করতে চায় বৈধ ভাবে আয় করলে বাধা নেই অবৈধ ভাবে আয় করলে বাধা আছে। তাহলে মামলা করতে হবে আইনের কাছে যেতে হবে আমার হুকমে ত কাউকে শাস্তি দেয়া যাবে না। অভিযোগ তৈরী করে আদালত যেতে হবে সেই সয়ম টুকু সহিষ্ণুতা,ধৈর্য্য আমাদের রাখতে হবে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, যারা বাস ভাঙার নেতৃত্ব দেয় তারা যদি এক্সিডেন্টলি এমপি নির্বাচন হয় আমাদের ভুলে তাহলে মহা খবর আছে সংসদে গেলে আরও খবর আছে। একটি গোষ্ঠী তারা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে নিজেদের স্বার্থ ছবি দেখি পরিচিত মুখ সংসদ সদস্য ছিল আগে সুনামগঞ্জের দিরাই রোডে বাস ভাঙার নেতৃত্ব দিয়েছে এটা মানুষের দেখা উচিত।
নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবেই। আইন আছে আইন মানলেই নির্বাচন সুষ্ঠু হবে। আইন মানতে হবে,সরকার শুধু মানলেই হবে না। সকল রাজনৈতিক দলের যারা বাসে ট্রাকে ডিল মারে আগুন দেয় তাদের কেও আইনের আওতায় আনতে হবে। তারা যদি আইন প্রতিপালন করে সবাই যদি করি আইন পালন করি যে দলের ই হইনা কেন দেখব কোন সমস্যা নেই। যারা বাস ভাঙার নেতৃত্ব দেয় তাদের বিষয়ে ভাবা উচিত।
আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমি ত কোনো চাপ বোধ করলাম না। ৫-৬ঘন্টা সভা করলাম আ,লীগ সরকার কয়েক লক্ষ হাজার কোটি কোটি টাকা ৭০-৮০টি প্রকল্প পাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতটুকু দেখেছি কোনো চাপ দেখলাম না তিনি সাভাবিক সাহসী নেতৃত্বে আছেন। চাপ থাকলেত আমি আমার এলাকায় গ্রামে আসতাম না।
এসময় সুনামগঞ্জ জেলা প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ