Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

১২ ঘন্টার ব্যবধানে কারাবন্দি দুই হাজতির ঢামেকে মৃত্যু

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 9:50 am
Link Copied!

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ ও মাদক মামলায় কারাবন্দি বাচ্চু মিয়া (৪৩) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত বাচ্চু মিয়া দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ বড় মসজিদ এলাকার লিটন মিয়ার ছেলে।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বাচ্চু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিচারাধীন দুটি মামলায়(মামলা নং-১৯(৬)২৩ এবং মামলা নং-৩৫(৩)১৫) কারাবন্দি ছিল। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কারাগার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নন্দিতা দত্ত তাকে মৃত ঘোষণা করে। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল রাত সাড়ে বারোটায়  সেলিম মিয়া (৩৩) নামের আরো এক হাজতি ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় দায়ের করা ডাকাতি মামলায় কুমিল্লা কারাগারে বন্দি ছিল। উন্নত চিকিৎসার জন্য গত ২৮ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।