সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুন্দ্র নৃগোষ্ঠী পল্লীতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তরুণ সঞ্জিত কুমার ওরাও (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মাধাইনগর ইউনিয়নের ক্ষুন্দ্র নৃগোষ্ঠী পল্লী কাঞ্চনেশ্বর গ্রামের অজিত কুমার ওরাওয়ের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা তাড়াশ থানার এস, আই দেববৃত কুমার জানান, ২৩ অক্টোবর রাতে অভিযুক্ত সঞ্জিত কুমার ওরাও তাঁর প্রতিবেশী ওই প্রতিবন্ধি (৩৩) তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার ১৪ দিন পর ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।