Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগের একাধিক, বিএনপি ও জাপার রয়েছে একক প্রার্থী

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 9:37 am
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনটি ধরে রাখার চেষ্টা করবে আওয়ামী লীগ হারানো আসন ফিরে পেতে মরিয়া জাপা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ আসনের ভোটারদের মধ্যে চলছে ব্যাপক নির্বাচনী আলোচনা ও ভোটের হিসাব নিকাশ। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সমমনা দলগুলোর মনোনয়ন প্রত্যাশিরা জনসংযোগ অব্যাহত রেখেছে। অনেকে এলাকার বিভিন্ন ধর্মীয় ও দলীয় জনসভায় অংশ গ্রহণ করে জনসমর্থন বৃদ্ধির পাশপাশি বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে উর্ধ্বতন নেতাদের দৃষ্টি আর্কষনের চেষ্টা চালাচ্ছেন। বিএনপি ও সমমনা দলগুলোর অধিকাংশ নেতাকর্মী মামলা হামলার কারণে আত্মগোপনে রয়েছে। যারা আছে তারাও মামলার ভয়ে নিস্ক্রিয় হয়ে পড়েছে।
স্বাধীনতার পর এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ৩য় সংসদ নির্বাচন থেকে দশম সংসদ পর্যন্ত (৬ষ্ঠ জাতীয় সংসদের ১৫ ফ্রেব্রুয়ারীর নির্বাচন ছাড়া) ছিলো জাপার দখলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে উন্মুক্ত (জোটগতভাবে নয়) নির্বাচন হলে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপি ও জাতীয় পার্টির রয়েছে একক প্রার্থী।
আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর ছাড়াও দলটির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মাজু, কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল। এছাড়া জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি একেএম মোস্তাফিজুর রহমান। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুড়িগ্রাম জেলা বিএনপির সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা এবং জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাই মাস্টার।
কুড়িগ্রাম-১ আসন নাগেশ্বরী উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভূরুঙ্গামারীর কয়েকজন ভোটারে সাথে আলাপকালে জানান,  এ আসনে এবার জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই উপজেলার উন্নয়ন বৈষম্য। নাগেশ্বরী উপজেলায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হলেও ভূরুঙ্গামারী উপজেলায় তেমন উন্নয়ন হয়নি। নাগেশ্বরীতে পৌরসভা, ফায়ার সার্ভিস স্টেশন, সরকারি টেকনিক্যাল কলেজ, মডেল মসজিদ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রাস্তা-ঘাট নির্মাণসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হলেও ভূরুঙ্গামারী উপজেলায় এসবের কোনটিই হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম পর্যায়ের জন্য এই আসনে জাতীয় সংসদ সদস্যের বরাদ্দ ছিল কাবিটা-১ কোটি ৩৫ লাখ টাকা, কাবিখা চাল-৬৩ মেট্রিক টন, কাবিখা গম ৬৩ মেট্রিক টন, টি. আর-১ কোটি ১৪ লাখ টাকা। যার মধ্যে ভূরুঙ্গামারী উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র টিআর-এর ৩০ লাখ ৫৭ হাজার টাকা। তিনি জানান, বিগত অর্থ বছর গুলোতেও বরাদ্দে প্রায় একইরকম বৈষম্য ছিলো। এসব কারণে স্থানীয় ভোটার ও জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছে অসন্তোষ। এছাড়া কচাকাটা থানাকে উপজেলা করা ঐ এলাকার গণমানুষের দাবী হলেও তার কোন অগ্রগতি না থাকায় স্থানীয় জনমনে রয়েছে ক্ষোভ।
এ আসনে আওয়ামীলীগের একাধিক মনোনয়ন প্রত‍্যাশী থাকায় দলের অভ‍্যন্তরে রয়েছে কোন্দল ও গ্রুপিং। দলীয় কোন্দল আর একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগ অনেকটাই অগোছালো। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দলটির স্থানীয় কিছু নেতার ক্ষমতার অপব্যবহারের কারণে দলের ত্যাগী নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের অনেকেই তাদের ওপর বেশ নাখোশ। যার প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলটির স্থানীয় ত্যাগী নেতারা। এছাড়া জেলা পর্যায়ে বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে রয়েছে প্রকাশ্য অন্তরদ্বন্দ্ব। যা উপজেলা গুলোতেও বিস্তার লাভ করছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনটি ধরে রাখার চেষ্টা করবে আওয়ামী লীগ, অপরদিকে হারানো মসনদ ফিরে পেতে মরিয়া জাপা।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।