Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ওমরজাইয়ের ব্যাটে আফগানিস্তানের লড়াকু পুঁজি

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 1:40 pm
Link Copied!

আজমতউল্লাহ ওমরজাইয়ের একার লড়াইয়ে আফগানিস্তানের সংগ্রহ ৫০ ওভারে ২৪৪ রান। দলের হয়ে ১০৭ বলে ৭টি চার আর ৩টি ছক্কায় ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন আজমতউল্লাহ। দলের ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং করেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজমত।
শুক্রবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুভসূচনা করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৪১ রান করা দলটি এরপর মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। 
দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
এদিন আজতমউল্লাহ ছাড়া দলের হয়ে উল্লেখ্য করার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি অন্য কেউ। ৩২ বলে ২৬ রান করেন পেসার নুর আহমেদ। ৪৬ বলে ২৬ রান করেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা রহমত শাহ। ২২ বলে ২৫ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজি ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি ও কেশভ মহারাজ। 



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।