Bangal Press
ঢাকাFriday , 10 November 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এক মাসে সড়কে ৪৩৭ মৃত্যু, এক তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী

ডেস্ক রিপোর্ট
November 10, 2023 1:39 pm
Link Copied!

চলতি বছরের অক্টোবর মাসের ৩১ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৬৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ৮৩৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ৪৩৭ জনের, যাদের মধ্যে এক তৃতীয়াংশই বাইক আরোহী বলে জানা গেছে। শুক্রবার (১০ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 
এতে বলা হয়, গত অক্টোবর মাসে ৪২৯টি সড়ক দুর্ঘটনায় ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৬৮১ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৩১টি। এতে প্রাণ গেছে ১৪৪ মোটরসাইকেল আরোহীর। তাছাড়া আহত হয়েছেন আরও ৭৬ জন। মোটরসাইকেল দুর্ঘটনার এই সংখ্যা মোট সড়ক দুর্ঘটনার ৩১%, আর মৃত্যুর সংখ্যা ৩৩%।
এই সময় রেলপথে ২৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও আহত হয়েছেন দুজন। মোটরসাইকেলের পর ২৩.৯৩% ট্রাক, পিকআপ, কভার্ডভ্যান বা লরি; ২১.৮০% বাস; ১৮.৬১% ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক; ৩.১% অটোরিকশা; ২.৬৫% নছিমন, করিমন, মাহিন্দ্রা, ট্রাক্টর বা লেগুনা; ৫.১৪% ঘটনায় কার, জিপ বা মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, অক্টোবরে সড়কে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের মধ্যে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১২০ জন চালক, ৩৬ জন পথচারী, ২৮ জন পরিবহন শ্রমিক, ৫২ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, ৬৮ জন নারী, ৩০ জন শিশু, দুইজন সাংবাদিক, দুইজন চিকিৎসক, একজন আইনজীবী, একজন প্রকৌশলী এবং ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।