আমরা চাই সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ-এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনাতে রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দরা মিলিত হলেন এক টেবিলে। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সংলগ্ন পাশা ট্রেনিং সেন্টারে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক কর্মশালায় মিলিত হন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় উপ-পরিচালক দিপু হাফিজুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।
এসময় বক্তারা বলেন, আমরা দেখেছি পটুয়াখালীর বনানী এলাকায় বিএনপি কোনো অনুষ্ঠান করলে সেখানে ছাত্রলীগ হামলা চালায়। আবার আমরা এটাও বিএনপির সময় দেখেছি তখন বিরোধী দলে থাকা আওয়ামীলীগের প্রয়াত নেতার বাড়িতে দফায় দফায় হামলা হতে। আমাদের প্রয়োজন এগুলো থেকে বের হওয়া।
এসময় তারা আরো বলেন, আমরা যখন কলেজে ছাত্র রাজনীতি করেছি তখন আমাদের মধ্যে একটি সৌহার্দ্য পূর্ন ব্যাপার ছিল যেটি এখন নেই। আমাদের শিক্ষকরা নির্ধারণ করে দিতেন কখন ছাত্রলীগ মিছিল করবে আবার কখন ছাত্রদল মিছিল করবে। আমরা ওই সময় জানতাম না কমিটি থেকে টাকা ইনকাম করা যায়। রাজনীতি করতে পোস্ট পজিশন প্রয়োজন হয়। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
সালাউদ্দিন/সাএ