জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর মহানগরীর আওতাধীন ছয় থানায় বিশেষ বর্ধিত সভা করেছে মহানগর কৃষক লীগ। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মাহিগঞ্জ, হাজীরহাট, পশুরাম, হারাগাছ, তাজহাট ও কোতোয়ালি থানায় এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন।এছাড়াও বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিয়া, স্ব স্ব থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর কৃষক লীগের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগ মাঠ পর্যায়ে প্রস্তুত রয়েছে। নৌকার মনোনীত প্রার্থীকে জয়ী করতে এবং দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে কৃষক লীগ সজাগ থাকব।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।