ফরিদপুরের নগরকান্দায় পাটবোঝাই একটি চলন্তট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মীরাকান্দা এলাকার পাট ব্যবসায়ী ওমেদ আলী মাতুব্বরের কেনা পাট নগরকান্দা হতে তালমার পাটের মোকামে নিয়ে যাওয়ার সময় এ আগুন লাগে।
ট্রাকের চালক ফিরোজ সরদার বলেন, তিনি বিকেলে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় ওই সড়ক দিয়ে আসা এক মোটরসাইকেলচালক জানান, তার ট্রাকের পিছনে আগুন লেগেছে। এ সময় তিনি ট্রাক থামিয়ে নেমে দেখেন ট্রাকের পাটে আগুন। পাট বোঝাই ওই ট্রাকের ওপরে থাকা হেলপার বলেন, তিনি ওপরে অবস্থান করলেও আগুন লাগার বিষয়টি টের পাননি।
নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কি কারণে এ আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে পাটবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ট্রাকে ৩২৫ মন পাট ছিলো, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এর প্রায় ২৫% পাট আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি, এবিষয়ে তদন্ত চলছে।
সালাউদ্দিন/সাএ